প্লে-অফের দৌড়ে এগিয়ে গেল কলকাতা, ঝুঁকিতে পড়ে গেল মুম্বই
কলকাতা, ৪ মে (হি.স.): গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর কলকাতার নাইট রাইডার্স প্লে-অফের পথে অনেকটা
ঝুঁকিতে পড়ে গেল মুম্বই


কলকাতা, ৪ মে (হি.স.): গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর কলকাতার নাইট রাইডার্স প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেল। আর টানা চারটি হারে ঝুঁকিতে পড়ে গেল মুম্বই ইন্ডিয়ানস।

গতকাল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শেষে কলকাতার পয়েন্ট ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট। টেবিলে আছে দুইয়ে। আর ১ ম্যাচ বেশি খেলে মুম্বাই পেয়েছে মাত্র ৬ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে রয়েছে তারা। এর ফলে প্লে অফের দৌড় থেকে অনেকটাই বেশ অনেকটাই পিছিয়ে পড়ল মুম্বই।

এমআই বনাম কেকেআর আইপিএল ২০২৪ খেলার পরে স্ট্যান্ডিং কেমন দেখে নেওয়া যাক।

রাজস্থান রয়্যালস:

১০ ম্যাচে ১৬ পয়েন্ট

কলকাতা নাইট রাইডার্স:

১০ ম্যাচে ১৪ পয়েন্ট

লখনউ সুপার জায়ান্টস:

১০ ম্যাচে ১২ পয়েন্ট

সানরাইজার্স হায়দ্রাবাদ:

১০ ম্যাচে ১২ পয়েন্ট

চেন্নাই সুপার কিংস:

১০ ম্যাচে ১০ পয়েন্ট

দিল্লি ক্যাপিটালস:

১১ ম্যাচে ১০ পয়েন্ট

পাঞ্জাব কিংস:

১০ ম্যাচে ৮ পয়েন্ট

গুজরাট টাইটানস:

১০ ম্যাচে ৮ পয়েন্ট

মুম্বাই ইন্ডিয়ান্স:

১১ ম্যাচে ৬ পয়েন্ট

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

১০ ম্যাচে ৬ পয়েন্ট

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande