২০২৪ ইউরোতে স্কোয়াডের সদস্য সংখ্যা বাড়ালো উয়েফা
বাসেল, ৪ মে (হি.স.): করোনার কারণে ২০২০ সালের ইউরোতে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ২৩ সদস্যের বদলে স্কোয়া
২০২৪ ইউরোতে স্কোয়াডের সদস্য সংখ্যা বাড়ালো উয়েফা


বাসেল, ৪ মে (হি.স.): করোনার কারণে ২০২০ সালের ইউরোতে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ২৩ সদস্যের বদলে স্কোয়াডে ২৬ সদস্য রাখার সিদ্ধান্ত নিয়েছিল উয়েফা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর সেই আগের নিয়মেই ফিরে এসেছিল উয়েফা।

স্কোয়াডের সদস্য সংখ্যা আগের মতো হয়ে যাওয়ার জন্য অনেক দলের কোচ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাদের কথা বিবেচনার মধ্যে নিয়ে এবার নিয়ম পরিবর্তন করল উয়েফা। এর ফলে এবারের ইউরোতে যেকোনো দলের স্কোয়াডে সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখার নতুন নিয়ম করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে উয়েফা।

১৪ জুন থেকে জার্মানিতে শুরু হবে ইউরোর আসর।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande