দুই থানার কর্তা অপসারিত, সন্তোষ বিজেপি, কংগ্রেসের
কলকাতা, ৪ মে (হি.স.) : নির্বাচন চলাকালীনই ওসি ও আইসি-র অপসারণের নির্দেশ এল। আনন্দপুর এবং ডায়মন্ড হার
দুই থানার কর্তা অপসারিত, সন্তোষ বিজেপি, কংগ্রেসের


কলকাতা, ৪ মে (হি.স.) : নির্বাচন চলাকালীনই ওসি ও আইসি-র অপসারণের নির্দেশ এল। আনন্দপুর এবং ডায়মন্ড হারবার থানার দুই পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। অন্যদিকে, ডায়মন্ড হারবারের সরিষায় দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকটি দোকান পোড়ানোর অভিযোগ ওঠে।

শনিবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এমন পুলিশ আধিকারিক আছেন যাঁরা খোলাখুলি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন। এঁদেরকে আরও কয়েক বছর চাকরি করতে হবে। দিদির আঁচলের তলায় বসে থাকা চলবে না, রোদে বেরোতেই হবে। তারপর খোলা মাঠে আসতে হবে, তখন হিসেব বুঝে নেব। এদিন পুলিশ আধিকারিকদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরই শোনা গেল দিলীপের গলায়।

প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এ দিন বলেন, আমরা বার বার বলছি, কমিশন একেবারে ঠিক করেছে। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যা যা করণীয়, তাকে স্বাগত জানাই।- পশ্চিমবঙ্গের পুলিশের একাংশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। যেমন নির্দেশ আসবে, বিরোধীদের দুরমুশ করা হবে, তেমন ভোট করা হবে। ডায়মন্ড হারবারে কী ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, তা নজির হয়ে রয়েছে। এমন অনেক থানা আছে। পুলিশের একটি বড় অংশের তৃণমূলের জামাটা গায়ে চাপানো আর পতাকাটা ধরা বাকি আছে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande