ত্রিপুরার বামুটিয়ায় মিড–ডে মিলের চাল বাজারে বিক্রির সময় জনতার হাতে ধৃত দুই শিক্ষক
আগরতলা, ৪ মে (হি.স.) : আগরতলার কাছে বামুটিয়া কালিবাজারে মিড-ডে মিলের চাল চুরি করে স্থানীয় বাজারে ব
ত্রিপুরার বামুটিয়ায় মিড–ডে মিলের চাল বাজারে বিক্রির সময় জনতার হাতে ধৃত দুই শিক্ষক


আগরতলা, ৪ মে (হি.স.) : আগরতলার কাছে বামুটিয়া কালিবাজারে মিড-ডে মিলের চাল চুরি করে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে শনিবার মোহনপুর হরেন্দ্রনগর স্কুলের স্কুল ইনচার্জ সহ এক শিক্ষককে আটক করা হয়েছে।

শনিবার সকালে সন্দীপ সাহা নামের শিক্ষক ও বিদ্যালয়ের ইনচার্জ রবীন্দ্র সরকার বামুটিয়া কালিবাজারের একটি দোকানে মিড-ডে মিলের চাল বিক্রি করতে আসার পর এ ঘটনা ঘটে। তাদের কার্যকলাপে সন্দেহের ভিত্তিতে দোকানদার সহ স্থানীয়রা তাদের ধরে ফেলেন।

স্থানীয়দের জিজ্ঞাসায় শিক্ষক সন্দীপবাবু মিড-ডে মিলের চাল স্থানীয় বাজারে বিক্রির অপরাধ স্বীকার করে জানান, এ ঘটনার সঙ্গে রূপক দাস নামের অপর এক শিক্ষক জড়িত।

অপরদিকে দোকানদার জানান, তার দোকানে দু’জন মিড-ডে মিলের চাল বিক্রি করতে আসেন। পরে স্থানীয়রা বামুটিয়া আউট পোস্টের পুলিশকে খবর দিলে পুলিশ দোকানে গিয়ে বিদ্যালয়ের ইনচার্জ রবীন্দ্র সরকার ও শিক্ষক সন্দীপ সাহাকে ঘটনাস্থল থেকে তুলে থানায় নিয়ে যায়। বাজারে বিক্রি করা মিড-ডে মিলের চালও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande