পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা, ভারতেরই পাঁচজন
আমেরিকা, ৪ মে (হি.স.) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহ-আয়োজক যুক্তরাষ্ট্র দলের নাম ঘোষণা করল।য
পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা, ভারতেরই পাঁচজন


আমেরিকা, ৪ মে (হি.স.) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহ-আয়োজক যুক্তরাষ্ট্র দলের নাম ঘোষণা করল।যুক্তরাষ্ট্রের এই দলে রয়েছে পাঁচ দেশের ১১ জন ক্রিকেটার।

স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, নসথুশ কেনজিগে ও জেসি সিং ছাড়া বাকি ১১ জনের কেউই যুক্তরাষ্ট্রের নন। এর মধ্যে জেসি ভারতীয় বংশোদ্ভূত। তাকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও ৫ ভারতীয় ক্রিকেটার।

দলের উইকেট-রক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেল গুজরাটের ক্রিকেটার। তিনি গুজরাটের অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে খেলেছেন। বোলিং অলরাউন্ডার হারমিত সিং তো খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। অলরাউন্ডার মিলিন্ড কুমারের জন্ম দিল্লিতে। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার নিসর্গ কুমারের জন্ম গুজরাটে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন তিনি। পেসার সৌরভ নেত্রভালকারের জন্ম মুম্বাইয়ে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি।

এছাড়া দুজন করে আছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া পেসার আলী খান ২০১৯ সাল থেকে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। করাচিতে জন্ম নেয়া শায়ান জাহাঙ্গীরের যুক্তরাষ্ট্রে অভিষেক ২০২২ সালে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার এন্ড্রিস গোস ও অলরাউন্ডার শেডলি ভ্যানের অভিষেক গত এপ্রিলে কানাডার বিপক্ষে সিরিজে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কানাডার প্রাক্তন অধিনায়ক নীতিশ কুমারও।

আর নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন আছেন যুক্তরাষ্ট্র দলে।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande