হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা বালুরঘাট জেলা হাসপাতালে
বালুরঘাট, ৪ মে (হি.স.) : দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র গরমের কারণে হিটস্ট্রোক
হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা বালুরঘাট জেলা হাসপাতালে


বালুরঘাট, ৪ মে (হি.স.) : দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র গরমের কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিল বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি বিভাগ ও এমন রোগীদের জন্য আলাদা চিকিৎসা ঘরের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে খোলা হয়েছে হিট কর্নার।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে গরম আরও বাড়তে পারে। তীব্র গরমের কারণে সাধারণ মানুষের জীবনযাপন পালটেছে। দিনের বেলা প্রয়োজন ছাড়া বাইরে বেরতে না করছেন বিশেষজ্ঞরা।

এই গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। মূলত রোদের মধ্যে ঘোরাঘুরি করলে এর সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালগুলিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো বালুরঘাট জেলা হাসপাতালে জরুরি বিভাগে ও পুরোনো এসএনসিউ বিভাগে হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। হিট কর্নারে শীততাপ নিয়ন্ত্রিত ঘর, বরফ, ঠান্ডা জল, স্ট্যান্ড ফ্যান, তোয়ালা, রেকটাল থার্মোমিটারের ব্যবস্থা রাখা হয়েছে। হিট স্ট্রোকের চিকিৎসা সঠিক সময় করলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। তা ছাড়া রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande