আজ বাহামাসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে, ভারতীয়রা অংশ নিচ্ছেন, কখন,কোথায় দেখতে পবেন
নয়া দিল্লি, ৪মে(হি.স.):প্যারিস ২০২৪ অলিম্পিকে একটি স্থান নিশ্চিত করতে বিশ্ব অ্যাথলেটিক্স রিলেতে অংশ
আজ বাহামাসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে, ভারতীয়রা অংশ নিচ্ছেন, কখন,কোথায় দেখতে পবেন


নয়া দিল্লি, ৪মে(হি.স.):প্যারিস ২০২৪ অলিম্পিকে একটি স্থান নিশ্চিত করতে বিশ্ব অ্যাথলেটিক্স রিলেতে অংশ নিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। শনিবার থেকে দুই দিনের বিশ্ব অ্যাথলেটিক্স রিলে শুরু হচ্ছে বাহামাসের নাসাউতে।

একটি ১৫-সদস্যের শক্তিশালী ভারতীয় অ্যাথলেটিক্স দল অংশ নিচ্ছে।

বিশ্ব রিলে ২০২৪ ভারতীয় দল:

পুরুষদের ৪x৪০০ মিটার:

আমোজ জ্যাকব, অবিনাশ কৃষ্ণ কুমার, রাজীব অরোকিয়া, রাজেশ রমেশ, নোয়া নির্মল টম, মুহাম্মদ আজমল, মুহাম্মদ আনাস, ইয়াশাস

মহিলাদের ৪x৪০০ মিটার: জ্যোথিকা শ্রী ডান্ডি, এমআর পুভাম্মা, ঐশ্বরিয়া মিশ্র, প্রাচি, ভিথ্যা রামরাজ, রূপাল, সুভা ভেঙ্কটেসন

মিশ্র ৪x৪০০মি:

জ্যোথিকা শ্রী ডান্ডি, ভিথ্যা রামরাজ, রূপাল, আমোজ জ্যাকব, রাজেশ রমেশ, যশাস।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে ২০২৪: প্রতিযোগিতা কোথায় হবে?

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে একটি দুই দিনের টুর্নামেন্ট হবে- মে ৪-৫ নাসাউ, বাহামাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ব অ্যাথলেটিক্স রিলের লাইভ স্ট্রিমিং বিশদ-

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইউটিউব চ্যানেল অনুষ্ঠানটি লাইভ স্ট্রিম করবে। তবে ভারতে টিভিতে সরাসরি সম্প্রচার হবে।

ভারতীয়দের কর্মসূচী:

৫ মে, রবিবার

মিশ্র ৪x৪০০ রিলে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ড ১ (হিট) - ৪.৩৫(এ.এম)

মহিলাদের ৪x৪০০মিটার রিলে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ড ১ (হিট) - ৬.৩৫(এ,এম)

পুরুষদের ৪x৪০০মিটার রিলে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ড ১ (হিট) - ৭.১৯(এ.এম)

৬ মে, সোমবার

পুরুষদের ৪x৪০০ মিটার রিলে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ড ২ (হিট) - ৫.৩৫(এ,এম)

মহিলাদের ৪x৪০০ মিটার রিলে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ড ২ (হিট) - ৬.০০(এএম)

মিশ্র ৪x৪০০ রিলে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ড ১ (হিট) - ৬.৩৫(এ,এম)

মিশ্র ৪x৪০০রিলে ফাইনাল - ৭.১৫(এ,এম)

মহিলাদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল - ৭.৪০(এ,এম )

পুরুষদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল - ৭.৫০(এ,এম)

সব ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমে

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande