মেঘলা আকাশ; বৃষ্টিরও পূর্বাভাস, ফের পারদ চড়ল জম্মু ও কাশ্মীরে
শ্রীনগর, ৪ মে (হি.স.) : দেশের বিভিন্ন রাজ্য যখন তীব্র তাপপ্রবাহে নাজেহাল, তখন ভূস্বর্গের আবহাওয়া স্ব
মেঘলা আকাশ; বৃষ্টিরও পূর্বাভাস, ফের পারদ চড়ল জম্মু ও কাশ্মীরে


শ্রীনগর, ৪ মে (হি.স.) : দেশের বিভিন্ন রাজ্য যখন তীব্র তাপপ্রবাহে নাজেহাল, তখন ভূস্বর্গের আবহাওয়া স্বস্তিদায়ক। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে কাশ্মীর উপত্যকায়, মেঘলা রয়েছে আকাশ। আগামী কিছু দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরই মধ্যে শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে বাড়ল তাপমাত্রা।

শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং জম্মুতে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে মোটামুটি স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও, জম্মুর তাপমাত্রা আরামের নয়। যদিও, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছুদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande