জগন মোহনের সরকার পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত : অমিত শাহ
ধর্মভারম, ৫ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশের জগনমোহন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরা
অমিত শাহ


ধর্মভারম, ৫ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশের জগনমোহন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। রবিবার অন্ধ্রপ্রদেশের ধর্মভারমের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, জগনের সরকার পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। তাঁর দুঃশাসনে পরিকাঠামো প্রকল্পগুলি থমকে গিয়েছে, কিন্তু জমি মাফিয়াদের শিল্পের বিকাশ ঘটছে। অমিত শাহ বলেছেন, জগনের সরকার 'প্রত্যাশা পূরণ না করার সরকার'। তাঁরা যা-ই প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করেনি। তাঁরা যা করেছে তা হল দুর্নীতি, লুট এবং মাফিয়াদের দ্বারা অন্ধ্রপ্রদেশ রাজ্যের অবনতি।

অমিত শাহের কথায়, মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার অর্থ হল, আমাদের দেশকে রক্ষা করা। দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদের অবসান। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা। ৩ কোটি লাখপতি দিদি বানানো এবং ৪ কোটি দরিদ্রকে নিজস্ব বাড়ি দেওয়া।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande