''ব্রিটিশ নাগরিক'' রাহুলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে কমিশনে অভিযোগ
রায়বরেলি, ৫ মে (হি. স.): রাহুল ভারতের নাগরিক নন, তিনি ব্রিটিশ নাগরিক, এই দাবি করে কমিশনে অভিযোগ জান
rahul


রায়বরেলি, ৫ মে (হি. স.): রাহুল ভারতের নাগরিক নন, তিনি ব্রিটিশ নাগরিক, এই দাবি করে কমিশনে অভিযোগ জানিয়েছেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়ন বাতিল করতে হবে।

অভিযোগকারীর আইনজীবী অশোক পাণ্ডে দাবি করেছেন, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। তাছাড়া একটি মামলায় রাহুলকে দু'' বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে তাঁর মনোনয়ন গ্রহণ করল। অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছি।

প্রসঙ্গত, এবারে ওয়ানাড থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস। সেখানে ভোটও মিটে গিয়েছে। আবার রায়বরেলি কেন্দ্র থেকেও লড়বেন রাহুল। সেখানের জন্য মনোনয়নও জমা দিয়েছেন তিনি। তারপরই সামনে এসেছে এই অভিযোগ।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande