কংগ্রেস 'আন্তর্জাতিক চোর', ওই দলের নেতারা 'লুটেরা', দাবি এআইইউডিএফ-প্ৰধান বদরউদ্দিনের
ধুবড়ি (অসম), ৫ মে (হি.স.) : কংগ্রেসকে 'আন্তর্জাতিক চোর', ওই দলের নেতাদের 'লুটেরা' বলে দাবি করেছেন ‘
AIUDF-chief Badruddin Ajmal in Dhubri election rally (File pix)


ধুবড়ি (অসম), ৫ মে (হি.স.) : কংগ্রেসকে 'আন্তর্জাতিক চোর', ওই দলের নেতাদের 'লুটেরা' বলে দাবি করেছেন ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট’ (এআইইউডিএফ)-এর সভাপতি তথা ধুবড়ি সংসদীয় আসনে দলীয় প্রার্থী বদরউদ্দিন আজমল।

আজ রবিবার অসমে তৃতীয় তথা শেষ দফার সরব প্রচারের অন্তিম দিন ধুবড়িতে আয়োজিত দলীয় নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন এআইইউডিএফ-প্ৰধান বদরউদ্দিন আজমল। এবারের নির্বাচনেও তাঁর বিজয়ী হওয়ার সম্ভাবনার প্রতি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, বিশাল ভোটের ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত। কেননা তাঁর বিরুদ্ধে কংগ্রেস যাঁকে প্রার্থী করেছে তিনি একটি চোরের দলের সদস্য। চোরেদের দলের আশ্রয়স্থল হলো কংগ্রেস। তাঁর দাবি, কংগ্রেসের বেশিরভাগ নেতা দুর্নীতির সাথে জড়িত।

প্রসঙ্গত, ধুবড়ি আসনে বদরউদ্দিনের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী অসম বিধানসভায় বিরোধী উপনেতা রকিবুল হুসেন। কংগ্রেস নেতা তথা দলীয় প্ৰাৰ্থী রকিবুল হুসেন সহ নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের 'লুটেরা'র শিরোমণি হিসেবে অভিযুক্ত করেছেন তিনি।

ভাষণ দিতে গিয়ে আজমল কংগ্রেসের বিরুদ্ধে তাঁর যত ক্ষোভ, তা উগরে দিয়েছেন। বলেন, এই দল কেবলমাত্র ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং লোভীদের দ্বারা পরিচালিত। বদরউদ্দিন আজমল অবশ্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকেও ছাড়েননি। সিএএ-র বিরুদ্ধে তাঁর দলের অবস্থানও স্পষ্ট করেছেন বক্তা।

তিনি এআইইউডিএফ-এর নেতৃত্বে ধুবড়ি সংসদীয় এলাকার জনগণের দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে পরামর্শ দেন, তাঁদের অধ্যবসায় ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছে। আজমল উদ্বেগ প্রকাশ করে বলেন, অগ্রগতি সত্ত্বেও, এই অঞ্চল এখনও অপরাধজনিত ঘটনা থেকে মুক্ত হতে পারছে না।

উল্লেখ্য, ধুবড়ি আসনে এআইইউডিএফ, কংগ্ৰেস ছাড়াও বিজেপি সরকারের শরিক আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর প্রার্থী জাবেদ ইসলাম রয়েছেন ভোটের লড়াইয়ে। এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande