রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে: অজয় পাল সিং
রায়বরেলি, ৫ মে (হি. স.): রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ত
rahul


রায়বরেলি, ৫ মে (হি. স.): রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এক ব্যক্তি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোয়, এমনটাই বললেন কংগ্রেস নেতা অজয় পাল সিং।

তিনি রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। তবে অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি।

উল্লেখ্য, রাহুল ভারতের নাগরিক নন, তিনি ব্রিটিশ নাগরিক, এই দাবি করে কমিশনে অভিযোগ জানিয়েছেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়ন বাতিল করতে হবে। অভিযোগকারীর আইনজীবী অশোক পাণ্ডে দাবি করেছেন, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। তাছাড়া একটি মামলায় রাহুলকে দু'' বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে ওর মনোনয়ন গ্রহণ করল। অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande