এবার হবিবপুর থানার আইসি-কে সরাল নির্বাচন কমিশন, চাওয়া হল বিকল্প নাম
মালদা, ৫ মে (হি.স.): ফের অতি সক্রিয়তা নির্বাচন কমিশনের, এবার মালদার হবিবপুর থানার আইসি (ইনস্পেক্টর-ই
চাওয়া হল বিকল্প নাম


মালদা, ৫ মে (হি.স.): ফের অতি সক্রিয়তা নির্বাচন কমিশনের, এবার মালদার হবিবপুর থানার আইসি (ইনস্পেক্টর-ইন-চার্জ)-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ওই অফিসার ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। ওই পদের জন্য তিন জনের নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দফতরের সিইও-কে । তাঁদের মধ্যে থেকে এক জনকে বেছে নেবে কমিশন।

উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। তাঁদের সরিয়ে দেওয়ার পর বিকল্প ম্যাম চাওয়া হয়। এবার সরিয়ে দেওয়া হল মালদার হবিবপুর থানার আইসি-কে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande