অসমে তৃতীয় তথা অন্তিম দফার ভোট ৭ মে, সরব প্রচার শেষ, চার আসনে ভাগ্য নির্ধারণ ৪৭ জন প্রার্থীর
গুয়াহাটি, ৫ মে (হি.স.) : অসমে তৃতীয় তথা অন্তিম দফার ভোট পর্ব আগামী ৭ মে। আজ রবিবার সন্ধ্যায় সরব প্র
CM HB Sarma concludes Assam campaign in Guwahati


গুয়াহাটি, ৫ মে (হি.স.) : অসমে তৃতীয় তথা অন্তিম দফার ভোট পর্ব আগামী ৭ মে। আজ রবিবার সন্ধ্যায় সরব প্রচার শেষ হয়েছে। মঙ্গলবার চার আসন যথাক্রমে গুয়াহাটি, বরপেটা, কোকরাঝাড় এবং ধুবড়ির মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৮১ লক্ষের বেশি ভোটার।

রাজ্যের চার আসনে বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ, এনডিএ শরিক অগপ ও ইউপিপিএল, বিপিএফ, তৃণমূল কংগ্রেস, নির্দলীয় সহ অন্য বিরোধী দলের টিকিটে মোট ৪৭ জন ভোট যুদ্ধে রয়েছেন। আজ গোটা দিন ওই চার আসনের বিভিন্ন এলাকায় রোড শো, পথসভা, সমাবেশ, বাইক রেলি ইত্যাদির মাধ্যমে যে যার মতো জবরদস্ত প্রচারণা চালিয়েছেন। তবে প্রচারে সবচেয়ে বেশি ঝড় তুলেছে বিজেপি।

আজ রবিবার সকালে হাই-ভোল্টেজ প্রচারের সাক্ষী হয়েছে গুয়াহাটি। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ প্রচারের শেষ দিন সকালে গুয়াহাটিতে এক বিশাল বাইক রেলির নেতৃত্ব দিয়েছেন। বাইক রেলিটি খানাপাড়া থেকে মহানগরের প্রধান সড়ক জিএস রোড হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পরিচালিত হয়েছে। রেলিতে নিজের নিজের বাইক নিয়ে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার যুবমোর্চা এবং বিজেপি কার্যকর্তা-সমর্থকগণ।

মুখ্যমন্ত্ৰী আজ তিনটি নিৰ্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন। তবে প্ৰতিকূল আবহাওয়ার জন্য মানকাচরের সমাবেশ বাতিল করতে হয়েছে।

এছাড়া ধুবড়ি আসনে দলের সুপ্রিমো এআইইউডিএফ প্রার্থী বদরউদ্দিন আজমল, অগপ সভাপতি অতুল বরা, ইউপিপিএল সভাপতি প্রমোদ বড়ো, বিপিএফ-প্রধান হাগ্রামা মহিলারি, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনকুমার বরা সহ সব প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী ও নেতৃবর্গ জোরদার প্রচারাভিযান চালিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande