কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে দিল্লিবাসী ক্ষুব্ধ : গোপাল রাই
নয়াদিল্লি, ৫ মে (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে দিল্লিবাসী ক্ষুব্ধ। এমনট
গোপাল রাই


নয়াদিল্লি, ৫ মে (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে দিল্লিবাসী ক্ষুব্ধ। এমনটাই দাবি করলেন দিল্লির মন্ত্রী গোপাল রাই। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রবিবার দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই বলেছেন, বিজেপি সরকার যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে, যিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচিত হয়েছেন, কোনও প্রমাণ ছাড়াই, কোনও এফআইআর ছাড়াই, নির্বাচনের মাঝখানে, দিল্লির জনগণ এতে ক্ষুব্ধ।

গোপাল রাই আরও বলেছেন, এএপি কর্মীরা এবং যুবসমাজ এর বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ করছে এবং ২৫ মে 'জেল কা জবাব ভোট সে' দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, কেজরিওয়ালের সমর্থনে রবিবার সকালে দিল্লিতে 'জেল কা জবাব ভোট সে' ওয়াকাথন ইভেন্টের আয়োজন করা হয়। তাতে অংশ নেন গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ প্রমুখ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande