রামমন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, রামনগরী অযোধ্যার বিরাট রোড শো
অযোধ্যা, ৫ মে (হি.স.): অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবি
রামনগরী অযোধ্যার বিরাট রোড শো


অযোধ্যা, ৫ মে (হি.স.): অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় ভগবান রামলালার পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরে 'দণ্ডবত প্রণাম' করেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় ভগবান রামের পুজো করেন তিনি।

রামমন্দির পুজো দেওয়ার পরই রামনগরী অযোধ্যায় বিরাট রোড শো করেছেন প্রধানমন্ত্রী মোদী। রোড শো-তে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। রাস্তার দুই ধারে উপস্থিত বিপুল সংখ্যক মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, তার পর রবিবারই প্রথম রামমন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande