নেই বৃষ্টি, গরমে নাজেহাল আগরতলা, জলছত্রের আয়োজন করে স্বস্তি দেওয়ার চেষ্টা বিভিন্ন ক্লাব ও সংগঠনের
আগরতলা, ৫ মে (হি.স.) : গরমে নাজেহাল রাজধানী আগরতলা শহর৷ দাবদাহে জনজীবন রীতিমতো অস্বস্তিকর৷ ছন্দপতন ঘ
নেই বৃষ্টি, গরমে নাজেহাল আগরতলা, জলছত্রের আয়োজন করে স্বস্তি দেওয়ার চেষ্টা বিভিন্ন ক্লাব ও সংগঠনের


আগরতলা, ৫ মে (হি.স.) : গরমে নাজেহাল রাজধানী আগরতলা শহর৷ দাবদাহে জনজীবন রীতিমতো অস্বস্তিকর৷ ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনে৷ গ্রীষ্মের তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত৷ আবহাওয়ার পূর্বাভাসও অশ্বডিম্ব প্রসব করেছে৷ বৃষ্টির দেখা নেই৷ এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপি এবং অন্যান্য ক্লাব, সংস্থা ও সংগঠনের তরফ থেকে জলছত্রের আয়োজন করা হচ্ছে৷

আজ রবিবার ছুটির দিন শহর আগরতলার রামনগর এলাকায় সংহতি ক্লাবের উদ্যোগে পথচারীদের মধ্যে ঠাণ্ডা পানীয় এবং জল বিতরণ করা হয়েছে৷ উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা৷

মেয়র দীপক মজুমদার বলেন, রাজধানী আগরতলা শহর ও রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷ যাঁরা এ ধরনের কর্মসূচি নিচ্ছেন তাঁদের সকলকে তিনি ধন্যবাদ জানান৷

প্রসঙ্গত, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাজেহাল অবস্থা৷ আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে বলা হয়েছিল, রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷ কিন্তু দেখা গিয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা তথা আগরতলা শহর ও শহরতলি ছাড়া অন্যান্য জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে৷ কোথাও কোথাও বজ্র সহ ভারী বৃষ্টিপাতও হয়েছে৷ তবে আগরতলা শহরে কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় রাজধানীবাসী৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande