বৃষ্টির অভাবে চাষাবাদ করতে পারছেন না গন্ডাছড়ার জুমিয়ারা
গন্ডাছড়া (ত্রিপুরা), ৫ মে (হি.স.) : গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষজনের। বৃষ্টির অপেক্ষায় জুমিয়ারা
বৃষ্টির অভাবে চাষাবাদ করতে পারছেন না গন্ডাছড়ার জুমিয়ারা


গন্ডাছড়া (ত্রিপুরা), ৫ মে (হি.স.) : গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষজনের। বৃষ্টির অপেক্ষায় জুমিয়ারা। বৃষ্টির অভাবে জুমিয়ারা জুম চাষ করতে পারছেন না। ফসল না আসলে অভাব অনটনের মুখ দেখতে হবে জুমিয়াদের।

প্রসঙ্গত, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় যেমন সিংহভাগ জনজাতিদের বসবাস তেমনি সিংহভাগ জুমিয়া পরিবার। সিংহভাগ জনজাতিরাই জুমচাষ করেই নিজ নিজ পরিবার প্রতিপালন করেন। প্রতি বছরের ফাল্গুন চৈত্র মাসে জুমিয়ারা বিভিন্ন টিলাভূমির বন জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে পরিষ্কার করেন। বৈশাখ মাসের প্রথম দিকে প্রচুর বৃষ্টিতে ভেজা মাটিতে ধান রোপন করেন জুমিয়ারা। শুধু ধানই নয় ধানের সঙ্গে জুমিয়ারা মিষ্টি কুমোর, সিন্ধাই, শসা, তিল, ভুট্টা সহ নানা ফসলের বীজ রোপন করেন। কিন্তু এবছর এখনও পর্যন্ত বৃষ্টির দেখা না পেয়ে অনেকটাই হতাশ জুমিয়ারা।

জুমিয়েদের বক্তব্য বর্তমান সময়ে প্রচুর পরিমানে বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্ত বৈশাখ মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা মিলছে না। ফলে জুমচাষ থেকে বঞ্চিত রয়ে গেছেন জুমিয়ারা। জুমচাষের আশায় প্রতিটি জুমটিলায় জুমঘরও নির্মাণ করে নিয়েছেন জুমিয়ারা। কিন্ত বৃষ্টির দেখা না পেয়ে প্রত্যেক জুমিয়ার চোখে মুখে হতাশার ছাপ। চলতি বছরেও যে প্রত্যেক জুমিয়ার ঘরে অভাব অনটন দেখা দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande