দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যনিৰ্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগরতলা, ৫ মে (হি.স.) : লোকসভা নির্বাচনের দুই দফায় ভোট গ্রহণ করার পর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব
দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যনিৰ্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত


আগরতলা, ৫ মে (হি.স.) : লোকসভা নির্বাচনের দুই দফায় ভোট গ্রহণ করার পর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাংগঠনিক বৈঠক করেছেন৷ রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে দলের রাজ্য কমিটির সমস্ত কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বৈঠক হয়েছে৷ বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসকুমার সাহা৷

এ দিনের বৈঠক সম্পর্কে আশিস সাহা জানিয়েছেন, দলের সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতিরা বৈঠকে উপস্থিত ছিলেন৷ তাছাড়া প্রদেশ নেতৃত্ব বিধায়ক সুদীপ রায়বর্মণ, বিধায়ক গোপালচন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, অশোক দেববর্মা, অশোক বৈদ্য, মণীন্দ্র রিয়াং, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষকান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃবর্গ৷

আশিসকুমার সাহা জানান, লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে ভোট গ্রহণের পর দলের বিভিন্ন জেলা কমিটি এবং ব্লক কমিটির তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসকে৷ ওই রিপোর্ট নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ পাশাপাশি ভোট গণনার দিন ইন্ডি জোটের প্রার্থীদের কাউন্টিং এজেন্টরা প্রতিটি কাউন্টিং সেন্টারে উপস্থিত থাকার বিষয়ে আলোচনা হয়েছে৷ তাছাড়া লোকসভা নির্বাচনে ইন্ডি জোট কেন্দ্রে ক্ষমতায় আসার পর দলগতভাবে ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের কী ভূমিকা হবে এবং সাংগঠনিক কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে৷ জনজাতি অধ্যুষিত এলাকায় যেখানে দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেগুলি চিহ্ণিত করে কাজ করার ওপরও আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা৷হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande