শুরু থেকেই বিতর্কে রয়েছে, ইন্ডি জোট আসলে স্বার্থপরতার : যোগী আদিত্যনাথ
লখনউ, ৫ মে (হি.স.): বিরোধী ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যন
 যোগী আদিত্যনাথ


লখনউ, ৫ মে (হি.স.): বিরোধী ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার ইন্ডি জোটের সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, ইন্ডি জোট গঠনের পর থেকেই বিতর্কে রয়েছে, এই জোটের নেতাদের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। এটি একটি স্বার্থপরতার জোট, তাই তাঁরা ক্রমাগত এমন বিবৃতি দেয় যা ভারতের শত্রুদের খুশি করে এবং দেশে অনৈক্যের পরিস্থিতি তৈরি করে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এটা পরিবারতান্ত্রিক দলগুলির জোট, তা সেটা কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স অথবা সমাজবাদী পার্টিই হোক, তাঁদের বক্তব্য সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। যারা জাতীয় নিরাপত্তা নিয়ে খেলছে, ভারতের সাহসী সৈনিকদের অবমাননা করছে...ইন্ডি জোটের এই কাজ নিন্দনীয়... তাঁদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই হতাশা ও আশাহত হয়ে এই মানুষগুলো এমন আচরণ করছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande