২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করল চ্যাম্পিয়ন ইপসউইচ
লন্ডন, ৫ মে (হি.স.): আশির দশক পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল
Ipswich


লন্ডন, ৫ মে (হি.স.): আশির দশক পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল ইপসউইচ। একটি ইউরোপিয়ান ট্রফিও আছে দলটির। ১৯৮০-৮১ মরসুমে ইংলিশ কিংবদন্তি ববি রবসনের কোচিংয়ে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) চ্যাম্পিয়ন হয় ইপসউইচ। সেই দলটি ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করছে।

শনিবার রাতে চ্যাম্পিয়নশিপ লিগে হাডার্সফিল্ডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকা যেমন নিশ্চিত করেছে তেমনি আগামী মরসুমে প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতাও অর্জন করেছে। ওয়েস বার্নস ও ওমারি হাচিনসনের গোলে হাডার্সফিল্ডকে হারাল ইপসউইচ।

প্রিমিয়ার লিগে চতুর্থ দল হিসেবে টানা দুই মরসুম পর প্রমোশন পেয়ে লিগ ওয়ান থেকে প্রিমিয়ার লিগে উঠল দলটি। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত করেছে লেস্টার সিটি।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande