লা লিগা: চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ৫ মে (হি.স.): লিগায় নিজেদের ৩৬তম শিরোপা জিতে রেকর্ড আরও সমৃদ্ধ করল রিয়াল মাদ্রিদ। শনিবার
Madrid


মাদ্রিদ, ৫ মে (হি.স.): লিগায় নিজেদের ৩৬তম শিরোপা জিতে রেকর্ড আরও সমৃদ্ধ করল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নিজেদের মাঠে কাদিসকে হারিয়ে ১ পয়েন্টের অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ। সেই অপেক্ষায় বেশিক্ষণ থাকতে হলো না তাদের। এদিন দিনের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হারে লিগ শিরোপা পুনরুদ্ধার করল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার কাদিসকে ৩-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায় রিয়াল।কয়েক ঘন্টা পর দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার জিরোনার কাছে ৪-২ গোলে পরাজয় চ্যাম্পিয়ন করে দিল রিয়াল মাদ্রিদকে।

স্পেনের শীর্ষে লিগে এটি রিয়াল মাদ্রিদের ৩৬তম শিরোপা। সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড করল মাদ্রিদের দলটি। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা জয় ছিল ২৭টি।

৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। আর ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande