আইপিএল থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক
লখনউ, ৫ মে (হি.স.): আইপিএলে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করে সাড়া ফেলে দিয়েছিলেন লখনৌ সুপার জায়া
mayank


লখনউ, ৫ মে (হি.স.): আইপিএলে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করে সাড়া ফেলে দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। কিন্তু পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন ২১ বছর বয়সী এই পেসার। মায়াঙ্ককে আইপিএলের বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক মায়াঙ্কের। তিনি এই ম্যাচের শুরুর ওভারেই ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতেও বল করেন। এটিই এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে গতিময় বল।

গতির ঝড় তুলে ম্যাচে ২১ রানে ৩ উইকেট নেন মায়াঙ্ক। জেতান দলকে, হন ম্যাচসেরা। বেঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট, এবারও ম্যাচসেরা তিনি। গতির পাশাপাশি লাইন-লেন্থেও দারুণ দক্ষতার পরিচয় দেন। কিন্তু চোটের কারণে টাইটান্সের বিপক্ষে ১ ওভারের বেশি বল করেননি। এরপর কয়েকটা ম্যাচ মাঠের বাইরে থাকার পর ৩০ এপ্রিল মুম্বাই ম্যাচ দিয়ে আবার লখনৌর একাদশে ফেরেন তিনি। ওই ম্যাচে ৩.১ ওভার বল করার পর চোটের জন্য আবার মাঠ ছাড়েন।

মায়াঙ্কের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। চোটের জায়গায় স্ক্যান করে দেখা গেছে, তার পক্ষে মাঠে নামা এই মূহূর্তে সম্ভব নয়।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande