শাসকদলের নেতার গাড়ি ভাঙচুর, ভোটের আগে উত্তপ্ত সাগরদিঘি
সাগরদিঘি, ৫ মে (হি. স.): লোকসভা নির্বাচনের আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ধুন্ধুমার
শাসকদলের নেতার গাড়ি ভাঙচুর, ভোটের আগে উত্তপ্ত সাগরদিঘি


সাগরদিঘি, ৫ মে (হি. স.): লোকসভা নির্বাচনের আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ধুন্ধুমার বেঁধে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি এলাকায়।

অভিযোগ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ভাইপো তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব শনিবার রাতে ধুলিয়ান থেকে সাগরদিঘিতে যান কয়েকজন ব্যক্তিকে বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য। গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই কাবিলপুরের সাহেবনগর এলাকায় বাম-কংগ্রেস সমর্থকরা বিপ্লবের গাড়ি ঘিরে ধরেন। এরপর ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কোনওক্রমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন বিপ্লব সহ আরও কয়েকজন তৃণমূল কর্মী।

যদিও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন আনারুল হক বিপ্লব। তিনি বলেন, গতকাল আমাদের দলের একটি বৈঠক ছিল। সেই বৈঠক সেরে আমি যখন দলের একটি গাড়ি করে ফিরছিলাম সেই সময় হঠাৎই কিছু যুবক আমার গাড়িতে হামলা চালায়। তিনি এও বলেন, আমার গাড়ি থেকে কেউ কোনও টাকা খুঁজে পায়নি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande