সন্দেশখালি নিয়ে মমতা সরকারকেই দুষলেন অমিত শাহ
নদিয়া, ৬ মে (হি.স.) : রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। তাই মঙ্গলবার যে সমস্ত কেন্দ্র ভোট হবে, ওই সমস
সন্দেশখালি নিয়ে মমতা সরকারকেই দুষলেন অমিত শাহ


নদিয়া, ৬ মে (হি.স.) : রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। তাই মঙ্গলবার যে সমস্ত কেন্দ্র ভোট হবে, ওই সমস্ত জায়গার প্রচার কর্মসূচি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে অন্যান্য কেন্দ্রগুলিতে প্রচার অব্যাহত। সন্দেশখালি নিয়ে সোমবার কৃষ্ণনগরে মমতা সরকারকেই দুষলেন অমিত শাহ।

সোমবার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই। তিনি বলেন, ''আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে যে এতদিন ধরে সন্দেশখালিতে যেসব নেতা মহিলাদের উপর নির্যাতন করছিল, তাঁদের গ্রেফতার করেননি কেন?

শাহ বলেন, আপনার দলের নেতারাই দুরাচার করছিলেন। কেন হাই কোর্টকে এ বিষয়ে নির্দেশ দিতে হল?'' এর পরই তিনি রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে। বাংলা থেকে বিজেপি তিরিশের বেশি আসন পাবে।''

লোকসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সন্দেশখালি। তা নিয়ে রাজনৈতিক মহলে লাগাতার চর্চা বিষয়টিকে যেন আরও বেশি করে প্রচারের আলোয় আনা হয়েছে। তারই মধ্যে 'স্টিং' অপারেশনে ভাইরাল ভিডিও বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। যে ভিডিওতে স্থানীয় বিজেপি নেতাকেই বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ভুয়ো, সবটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক। বিজেপির পালটা দাবি, ওই ভিডিওর সত্যতা যাচাই করতে সিবিআই তদন্ত চাই।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande