অবশেষে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি এলো, কমলো তাপমাত্রা
কলকাতা, ৬ মে্, (হি.স.) : হাঁসফাঁস গরম। সঙ্গে তাপপ্রবাহ। কোথাও আবার তীব্র তাপপ্রবাহ। রাতেও গরম। দীর্ঘ
অবশেষে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি এলো, কমলো তাপমাত্রা


কলকাতা, ৬ মে্, (হি.স.) : হাঁসফাঁস গরম। সঙ্গে তাপপ্রবাহ। কোথাও আবার তীব্র তাপপ্রবাহ। রাতেও গরম। দীর্ঘ দিনের দহনজ্বালা থেকে অবশেষে স্বস্তি। সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশির ভাগ জেলাতেই হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কমলো তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল। সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজল কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলার বেশির ভাগ অংশ। বঞ্চিত হল না উত্তরবঙ্গও। ঝড়বৃষ্টি হল হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বারাসতে। অন্য দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande