নির্বাচনের আগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা
গড়িয়া, ৬ মে (হি.স.) : আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই শেষ দফার নির্বাচন। শেষ দফার নির্বাচন হব
নির্বাচনের আগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা


গড়িয়া, ৬ মে (হি.স.) : আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই শেষ দফার নির্বাচন। শেষ দফার নির্বাচন হবে যাদবপুর লোকসভা কেন্দ্রে। কিন্তু তার আগেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের গড়িয়া থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা। নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার বাহান্নপল্লী এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার মোট দুই।

ধৃতদের নাম বিজয় হালদার ওরফে ভুতম ও হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ওয়ান সাটার বন্দুক, ২টি সেভেন এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড ও বোমা তৈরির প্রধান উপাদান বারুদ ৫ কেজি। এছাড়াও সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সামগ্রী। পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাধার প্ল্যান ছিল ধৃতদের। ভোটের আগে এলাকায় অশান্তির জন্যই এই বোমা বন্দুক মজুদ করা হচ্ছিল। বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সাথেও যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি




 

 rajesh pande