স্বস্তি পাচ্ছেনই না কে কবিতা, জামিনের আর্জি খারিজ করল রাউস অ্যাভিনিউ আদালত
নয়াদিল্লি, ৬ মে (হি.স.): স্বস্তি পাচ্ছেনই না ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। আপাতত তা
স্বস্তি পাচ্ছেনই না কে কবিতা


নয়াদিল্লি, ৬ মে (হি.স.): স্বস্তি পাচ্ছেনই না ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। আপাতত তাঁকে হাজতেই থাকতে হবে। সোমবার কে কবিতার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি দুর্নীতিতে ইডি ও সিবিআই-এর মামলায় সোমবার কে কবিতার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

এর আগে গত শুক্রবার, বিশেষ বিচারপতি কাবেরী বাওয়েজা কে কবিতার আর্জি শুনেছিলেন এবং তাঁকে শারীরিকভাবে আদালতে হাজির হতে বলা হয়েছিল। সোমবার বিচারপতি বাওয়েজা খারিজ করে দিয়েছেন কে কবিতার জামিনের আবেদন। কে কবিতার আইনজীবী নীতেশ রানা বলেছেন, তাঁর মক্কেল তিহার কেন্দ্রীয় কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করার পরিবর্তে আদালতে শারীরিকভাবে হাজির হতে চান, যেখানে তিনি বর্তমানে বন্দী রয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande