ত্রিপুরা : ইটভাট্টা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনে শ্রম দপ্তরের কমিশনারকে ডেপুটেশন শ্রমিক ইউনিয়নের
আগরতলা, ৬ মে (হি.স.) : সোমবার ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাসের নেতৃত্বে
ত্রিপুরা : ইটভাট্টা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনে শ্রম দপ্তরের কমিশনারকে ডেপুটেশন শ্রমিক ইউনিয়নের


আগরতলা, ৬ মে (হি.স.) : সোমবার ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের কমিশনার অসীম সাহার সাথে বৈঠক করেন।এই বৈঠকের লক্ষ্য ছিল রাজ্য জুড়ে ইট ভাট্টা শ্রমিকদের মুখোমুখি হওয়া জটিল সমস্যাগুলি সমাধান করা।

তপন দাস কাজ শেষ হওয়ার দীর্ঘ দিন পরেও মজুরি বিতরণে বিলম্ব সহ বেশ কয়েকটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেন। ইট ভাট্টা শ্রমিকরা, বিশেষ করে অভিবাসী শ্রমিকরা যারা কাজের মরসুমে বাইরের রাজ্য থেকে আসে তারা একটি বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কারণ মালিকরা শ্রমের পুরো মৌসুমের পরে তাদের কষ্টার্জিত মজুরি দিতে অস্বীকার করছে। শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে কারণ তারা তাদের পরিবারের সাথে তাদের বাড়িতে ফিরে যেতে পারছে না, তিনি যোগ করেছেন।

তপন দাস আরও উল্লেখ করেছেন যে ইউনিয়ন ইটের ভাট্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি শ্রম দপ্তরের সাথে ইতিপূর্বে আলোচনা করেছে কিন্তু সমস্যা সমাধানের জন্য এখনও পর্যন্ত কিছুই করা হয়নি। এদিনের ডেপুটেশনে বাম শ্রমিক সংগঠনের সদস্যরা শ্রম কমিশনারের কাছে অবিলম্বে বকেয়া মজুরি বিতরণ এবং অভিবাসী শ্রমিকদের তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য টিকিট, খাবার এবং জলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, কমিশনার অসীম সাহা প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, শ্রম বিভাগ দ্রুত এসব অভিযোগের সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ত্রিপুরায় ইট ভাটা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বৈঠকটি শেষ হয়।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande