সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি
নয়াদিল্লি, ৬ মে, (হি.স.): সময়ের অভাবে পিছিয়ে গেল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬-র নবম-দশম, একাদশ-
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি


নয়াদিল্লি, ৬ মে, (হি.স.): সময়ের অভাবে পিছিয়ে গেল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬-র নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-ডির যাবতীয় নিয়োগ বাতিলের মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, মঙ্গলবার মামলাটির শুনানি হতে চলেছে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬-র নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-ডির যাবতীয় নিয়োগ বাতিল করেছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। ইতিমধ্যেই রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ কড়া নেড়েছে সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলাটি শুনছেন। ইতিমধ্যেই একটি শুনানি হয়েছিল মামলাটির। যেখানে চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। সোমবার এই মামলার দিকে তাকিয়েছিলেন চাকরিহারারা। কিন্তু, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সোমবার হল না।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande