ত্রিপুরা : মজুরি না পেয়ে বিশালগড়ে এসে পথ অবরোধ সোনামুড়া ইটভাট্টা শ্রমিকদের
বিশালগড়, ৬ মে (হি.স.) : কাজের ন্যায্য টাকা না পেয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে পথ
ত্রিপুরা : মজুরি না পেয়ে বিশালগড়ে এসে পথ অবরোধ সোনামুড়া ইটভাট্টা শ্রমিকদের


বিশালগড়, ৬ মে (হি.স.) : কাজের ন্যায্য টাকা না পেয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে পথ অবরোধে বসল ইট ভাট্টার শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে।

জানা গেছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত ভেলুয়ারচর এলাকার বাবা কোম্পানির ইট ভাট্টায় কাজ করতে আসা বহিঃরাজ্যের শ্রমিকরা গত এক মাস ধরে তাদের ন্যায্য পাওনা পাচ্ছিল না। পরে তারা তাদের ন্যায্য টাকা পেতে মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মালিকের দেখা মিলেনি। বাধ্য হয়ে সোমবার দুপুরে শ্রমিকরা পায়ে হেঁটে বিশালগড় মহকুমার অন্তর্গত দুর্গানগর এলাকায় তাদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতে পথ অবরোধে বসে।

তাদের এই অবরোধের ফলে রাস্তার উভয় দিকে গাড়ি আটকা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে আশ্বস্ত করে যে, মালিকের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। পরে পুলিশের এই আশ্বাস পেয়ে শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande