শিক্ষাই অগ্রগতি, ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনের মূল ভীত : উপ–রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ৬ মে (হি.স.): শিক্ষা হল সেই তালার চাবি, যা প্রগতি, সমৃদ্ধি ও ক্ষমতায়নের দরজা খুলে দেয়।
উপরাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৬ মে (হি.স.): শিক্ষা হল সেই তালার চাবি, যা প্রগতি, সমৃদ্ধি ও ক্ষমতায়নের দরজা খুলে দেয়। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৬২-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল ও ওপেন লার্নিং-এর ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উপ-রাষ্ট্রপতি এদিন বলেছেন, চন্দ্রযান-৩-এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা প্রত্যেক শিক্ষার্থীর মনে রাখা উচিত। চন্দ্রযান-২ না হলে চন্দ্রযান-৩ হত না। চন্দ্রযান-২ পুরোপুরি সফল না হলেও অনেকাংশে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে মনে রাখতে হবে ব্যর্থতা কোনও কিছুর নাম নয়। ব্যর্থতার মধ্যেই দেখবেন সাফল্যের চাবিকাঠি!

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, সমাজের সবচেয়ে বড় পরিবর্তনের কেন্দ্র হলো শিক্ষা। সমাজে সমতা আনতে এবং বৈষম্য দূর করতে শিক্ষাই মাধ্যম। উপ-রাষ্ট্রপতির কথায়, প্রাচীন ভারত শিক্ষা ও জ্ঞানের বিশ্বকেন্দ্র ছিল। সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকত, জ্ঞান মানে ভারত, শিক্ষা অর্জন মানে ভারত!

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande