কংগ্রেস ও সপা-র ডিএনএ-তে রামের প্রতি বিদ্বেষ রয়েছে : যোগী আদিত্যনাথ
লখনউ, ৬ মে (হি.স.) : কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একযোগে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগ
যোগী আদিত্যনাথ


লখনউ, ৬ মে (হি.স.) : কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একযোগে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার কংগ্রেস ও সপা-কে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস ও সপা-র ডিএনএ-তে রামের প্রতি বিদ্বেষ রয়েছে। কংগ্রেস থেকে রাধিকা খেরার পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তিনি রামলালার আশীর্বাদ নিতে অযোধ্যায় এসেছিলেন এবং কংগ্রেসের নেতারা তাঁকে অপমান করেছেন। অপমানে ক্লান্ত হয়ে তিনি পদত্যাগ করেছেন। বোঝাই কাছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ডিএনএ-তে 'রাম দ্রোহ' রয়েছে। ইন্ডি জোটের সঙ্গে যুক্ত সবার ডিএনএ-তে 'রাম দ্রোহ' রয়েছে।

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, যে ব্যক্তি 'রাম দ্রোহ', দেশবাসী কখনই তাঁদের পক্ষে ভোট দেবে না। কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, দেশের জনসাধারণ কংগ্রেসের ছদ্মরূপ সম্পর্কে ভালভাবে অবগত। জনগণ জানে যে তাঁরা (কংগ্রেস) এখন যা কিছু দেখাচ্ছে তা বাস্তবতার ভিত্তিতে নয়। তাঁরা শুধু দেশের মানুষের সঙ্গে প্রতারণা করতে চায়, কিন্তু জনসাধারণ তাঁদের নাটক জানে, তাই জনগণ তাঁদের অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande