ইউরোপ সফরে ভারতীয় জুনিয়র মহিলা হকি দলের নেতৃত্ব দেবেন জ্যোতি
নয়াদিল্লি, ৬ মে (হি.স.): ভারতীয় মহিলা দলের ডিফেন্ডার জ্যোতি সিং ইউরোপ সফরের জুনিয়র মহিলা দলকে নেত
team


নয়াদিল্লি, ৬ মে (হি.স.): ভারতীয় মহিলা দলের ডিফেন্ডার জ্যোতি সিং ইউরোপ সফরের জুনিয়র মহিলা দলকে নেতৃত্ব দেবেন। মিডফিল্ডার সাক্ষী রানাকে ২২ সদস্যের দলের ডেপুটি মনোনীত করা হয়েছে। ২১ থেকে ২৯ মে ইউরোপ সফর করবে জুনিয়র মহিলা হকি দল।

ভারত বেলজিয়াম, জার্মানি এবং নেদারল্যান্ডসের দুটি ক্লাব দল - ব্রেডেস হকি ভেরেনিজিং পুশ এবং ওরাঞ্জে রুড - এর বিরুদ্ধে তিনটি দেশ জুড়ে ছয়টি ম্যাচ খেলবে।

ভারতীয় দল:

গোলরক্ষক -- অদিতি মহেশ্বরী, নিধি

ডিফেন্ডার -- জ্যোতি সিং (সি), লালথান্টলুয়াঙ্গি, অঞ্জলি বারওয়া, পূজা সাহু, মমিতা ওরাম, নিরুকুল্লু

মিডফিল্ডার -- ক্ষেত্রমায়ুম সোনিয়া দেবী, রজনী কেরকেটা, প্রিয়াঙ্কা যাদব, খাদেম শিলেইমা চানু, সাক্ষী রানা (ভিসি), আনিশা সাহু, সুপ্রিয়া কুজুর,

ফরওয়ার্ড- বিনিমা দান, হিনা বানো, লালরিনপুই, ইষিকা,

সানজানোহরো, সোমান, কনিকা।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande