ভারতীয় পুরুষ ও মহিলা রিলে দল প্যারিস অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জন করেছে
বাহামাস, ৬ মে (হি.স.): ভারতীয় পুরুষ এবং মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল সোমবার বিশ্ব অ্যাথলেটিক্স রিলে
indian team


বাহামাস, ৬ মে (হি.স.): ভারতীয় পুরুষ এবং মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল সোমবার বিশ্ব অ্যাথলেটিক্স রিলেতে তাদের নিজ নিজ দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

মহিলাদের প্রতিযোগিতায়, রুপাল চৌধুরী, এম আর পুভাম্মা, জ্যোথিকা শ্রী ডান্ডি এবং সুভা ভেঙ্কটেসানের কোয়ার্টেট ৩মিনিট ২৯.৩৫ সেকেন্ড সময় নিয়ে প্যারিস গেমসের টিকিট বুক করার জন্য হিটে জ্যামাইকা থেকে (৩:২৮.৫৪) পিছিয়ে দ্বিতীয় স্থান পেয়েছে।

আর মুহাম্মদ আনাস ইয়াহিয়া, মুহাম্মদ আজমল, অরোকিয়া রাজীব এবং আমোজ জ্যাকবের পুরুষদের স্কোয়াড ৩মিনিট এবং ৩.২৩ সেকেন্ডের সম্মিলিত টাইমিং নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (২:৫৯.৯৫) পিছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

এরা ২৬ জুলাই থেকে ১১ আগস্ট অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের জন্য এরা যোগ্যতা অর্জন করেছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande