গণইস্তফা ন্যাশনাল কনফারেন্সের কার্গিল জেলা কমিটির
শ্রীনগর, ৬ মে (হি. স.) : দলের চাপিয়ে দেওয়া প্রার্থী পছন্দ না হওয়ায় গণইস্তফা দিল জম্মু-কাশ্মীরের ন্যা
nc


শ্রীনগর, ৬ মে (হি. স.) : দলের চাপিয়ে দেওয়া প্রার্থী পছন্দ না হওয়ায় গণইস্তফা দিল জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের কার্গিল জেলা কমিটি। লোকসভা ভোটের আগে এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে ন্যাশনাল কনফারেন্স (এনসি) হাইকমান্ড।

জানা গেছে, ন্যাশনাল কনফারেন্স নেতৃত্ব কার্গিলের দলীয় কর্মীদের লাদাখ আসনে ইন্ডি জোট মনোনীত কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার নির্দেশ দিয়েছিল। দলের এই সিদ্ধান্তে একেবারেই রাজি ছিল না কার্গিল জেলা কমিটি, তাই এই গণইস্তফা।

জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর কার্গিল ইউনিটের সমস্ত দলীয় কর্মীর গণ পদত্যাগ সম্পর্কে দলের অতিরিক্ত সাধারণ সম্পাদক, কামার আলি আখুন বলেন, লাদাখ থেকে কংগ্রেসের ঘোষিত প্রার্থীকে সমর্থন করার জন্য হাইকমান্ড আমাদের চাপ দিয়েছিল। এটা জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের কার্গিল জেলা কমিটির কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই কারণেই সবাই ইস্তফা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande