ঝাড়গ্রামে উদ্ধার হওয়া অসুস্থ হরিণের মৃত্যু হয়েছে
ঝাড়্গ্রাম, ৬ মে ( হি. স.) : অসুস্থ একটি হরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় মাঝ পথে মৃত্য
ঝাড়গ্রামে উদ্ধার হওয়া অসুস্থ হরিণের মৃত্যু হয়েছে


ঝাড়্গ্রাম, ৬ মে ( হি. স.) : অসুস্থ একটি হরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় মাঝ পথে মৃত্যু হয় হরিণটির। সোমবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি রেঞ্জের দেউলী এলাকার একটি কাজুবাদাম বাগানে একটি পূর্ণ বয়স্ক চিতল হরিনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ জন। হরিনটি পড়ে থেকে হাফাচ্ছিল। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।তারাই স্থানীয় লোধাশুলি রেঞ্জ অফিসে খবর দেন। খবর পেয়ে বনদফতরের লোকজন হরিনটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নিয়ে আসছিলেন। কিন্তু পথেই হরিনটি মারা যায়।

বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিনটি হয়তো জলের সন্ধানে লোকালয়ের দিকে আসছিল। সেই সময় কুকুরের তাড়া খেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে। কিন্তু প্রচন্ড গরমের কারনে হাফিয়ে গিয়ে কাজুবাদাম বাগানে শুয়ে পড়ে। তখনই স্থানীয়দের নজরে আসে। তারাই বনদফতরকে খবর দেয়।উল্লেখ্য বেশ কয়েক বছর আগে জুলজিক্যাল পার্কে হরিনের বংশ বৃদ্ধি ঘটলে তাদের জেলার নয়াগ্রাম, বেলপাহাড়ি সহ বেশ কিছু এলাকার গভীর জঙ্গলে ছাড়া হয়েছিল। স্থানীয় মানুষের অভিযোগ বর্তমানে জঙ্গল গুলিতে হরিনের সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু কত সংখ্যায় হরিন রয়েছে জঙ্গল গুলিতে তার কোন পরিসংখ্যান বনদফতরের কাছে নেই।

প্রায়ই হরিন লোকালয়ের কাছাকাছি চলে আসে এবং কুকুরের কামড়ে মারাও যায়।অন্যদিকে চোরা শিকারিদের হাতে পড়ে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। এদিকে প্রচন্ড গরমের কারনে জঙ্গল গুলিতে যে সব ডোবা বা জলাশয় আছে সেগুলি শুকিয়ে গিয়েছে। ফলে বন্য প্রানীদের কষ্ট বাড়ছে। জলের খোঁজে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসছে।

এই বিষয় ঝাড়গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন একটি হরিন কুকুরের তাড়া খেয়ে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। বনদফতরে কর্মীরা প্রানীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নিয়ে আসছিলেন। কিন্তু পথেই মারা যায় হরিনটি। মৃত্যুর কারন জানতে মৃত হরিনটির ময়নাতদন্ত করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার। গোপেশ




 

 rajesh pande