প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে
পশ্চিম মেদিনীপুর, ৬ মে (হি.স.) : প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মেদিনী
প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে


পশ্চিম মেদিনীপুর, ৬ মে (হি.স.) : প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগে রবিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চলে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে এসে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। ইতিমধ্যেই ঘটনাটিতে সাতজনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।

রবিবার রাত দশটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন প্রসূতি রিনা খাতুনের। তাঁর বাড়ি কোতোয়ালি থানার বেণেডিহি গ্রামে। পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিনা। এরপর সন্তান প্রসবের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রসূতির পরিবারদের সদস্যদের সেবিষয়ে জানিয়ে দেন চিকিৎসকেরা। যদিও পরিবারের দাবি, তাঁরা এবিষয়ে কিছুই জানতেন না।

রবিবার রাতে উত্তেজিত হয়ে মাতৃমা বিভাগে ভাঙচুর চালায় প্রসূতির আত্নীয়স্বজন। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বিক্ষোভের জেরে ওই হাসপাতালে কিছুক্ষণের জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গোলমাল থামাতে গিয়ে দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande