উত্তরাখণ্ডে বাগ মানছে না দাবানল, চিন্তায় প্রশাসন
আলমোড়া, ৬ মে (হি. স.) : উত্তরাখণ্ডের দাবানল এখনও থামার লক্ষণ নেই। এর ফলে আদি কৈলাস তীর্থযাত্রার জন্
fire


আলমোড়া, ৬ মে (হি. স.) : উত্তরাখণ্ডের দাবানল এখনও থামার লক্ষণ নেই। এর ফলে আদি কৈলাস তীর্থযাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা রবিবারের পর সোমবারেও বন্ধ রয়েছে।

পিথোরাগড়ের নৈনি সাইনি বিমানবন্দরও ধোঁয়ার কারণে বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের কয়েকটি জঙ্গলে আচমকাই আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। জঙ্গল ছাড়িয়ে আগুন পৌঁছে যায় লোকালয়েও। কারও বাড়ি, কারও কারখানা এই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক দাবানলে ১১০৭ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়বে। প্রকৃতিবিদদের ধারণা, একসঙ্গে এত বনভূমি ধ্বংস হওয়ায় বৃষ্টি নামলেই ভূমিধসের সম্ভাবনা বাড়বে। এছাড়াও ব্যাপক ধোঁয়ায় বাতাসের ভারসাম্য নষ্ট হবে বলে তাঁদের আশঙ্কা।

উত্তরাখণ্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, ৭-৮ মে থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তা চলবে ১১ মে পর্যন্ত। এই অবস্থায় পাহাড়ে বৃষ্টি নামলে তবেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে মঙ্গলবার থেকে এবং গাড়োয়ালে বুধবার থেকে বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande