মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু যুবকের
বাসন্তীঃ মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু এক মৎস্যজীবীর। মৃতের নাম সালাউদ্দিন লস্কর(১৮)। ঘটনাটি
মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু যুবকের


বাসন্তীঃ মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু এক মৎস্যজীবীর। মৃতের নাম সালাউদ্দিন লস্কর(১৮)। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের কুমড়োখালি কাছারিপাড়া গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসন্তী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বাড়ির অদূরে হানা নদীতে আর পাঁচটা দিনের মতই মাছ ধরতে গিয়েছিলেন সালাউদ্দিন। নদীতে পাতা জাল তুলতে গিয়ে কোনভাবে জলের টানে ভেসে যান তিনি। সকাল থেকেই নিখোঁজ ছিলেন। গ্রামের মানুষজন নদীতে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ও ঘটনাস্থলে আসে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা খোঁজাখুঁজির পর খোঁজ মেলে সালাউদ্দিনের। নদী থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। তড়িঘড়ি স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি




 

 rajesh pande