আমিনগাঁওয়ের বুথে সপরিবারে বরপেটা সংসদীয় আসনে ভোটদান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ৭ মে (হি.স.) : গুয়হাটির উপকণ্ঠ আমিনগাঁওয়ের একটি বুথে স্ত্রী রিনিকি ভুইয়াঁ শর্মা, কন্যা সুক
1_With family CM HB Sarma in the voting queue2_CM HB Sarma voted with his family


1_With family CM HB Sarma in the voting queue2_CM HB Sarma voted with his family


গুয়াহাটি, ৭ মে (হি.স.) : গুয়হাটির উপকণ্ঠ আমিনগাঁওয়ের একটি বুথে স্ত্রী রিনিকি ভুইয়াঁ শর্মা, কন্যা সুকন্যা শর্মাকে নিয়ে অন্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বরপেটা সংসদীয় আসনে ভোট দান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অসমের সংসদীয় এবং বিধানসভা এলাকা ডিলিমিটেশনের পর এবার প্ৰথম তিনি নিজের দলীয় প্রার্থীকে বাদ দিয়ে এনডিএ-ভুক্ত অসম গণ পরিষদের (অগপ)-প্রার্থী ফণীভূষণ চৌধুরীকে ভোট দিয়েছেন। ফণীভূষণের বিরুদ্ধে ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেসের দীপ বায়ন, বিপিএফ-এর দুর্গাদাস বড়ো, সিপিআইএম-এর মনোরঞ্জন তালুকদার এবং তৃণণূল কংগ্রেসের আবুল কালাম আজাদ।

বরপেটায় জোটশরিক অগপ-প্রার্থী ফণীভূষণ চৌধুরীই বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করে কেন্দ্রে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন। এই দাবি আগামী ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের পর পরিষ্কার হয়ে যাবে, বলেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনি নতুন ও পুরাতন ভোটারদের নিজের নিজের ভোট প্রদান করে মৌলিক অধিকারের পাশাপাশি মজবুতু রাষ্ট্র গঠনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande