জশপুরে ভোট দিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, বিঁধলেন সপা নেতা রামগোপালকে
জশপুর, ৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ছত্তিশগড়ের ম
বিঁধলেন সপা নেতা রামগোপালকে


জশপুর, ৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। মঙ্গলবার ছত্তিশগড়ের জশপুরের একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, তৃতীয় দফার নির্বাচন চলছে। আমি জনগণের কাছে নিজেদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি।

রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি বলেছেন, তিনি রাম বিরোধী, তিনি যা খুশি বলতে পারেন। তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি ভগবান রামের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। আমরা তাদের কাছ থেকে কিছু আশা করতে পারি না

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande