ভোট দিলেন প্রধানমন্ত্রী, আপামর জনতাকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আর্জি
আহমেদাবাদ, ৭ মে (হি.স.): আহমেদাবাদের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিক
ভোট দিলেন প্রধানমন্ত্রী


আহমেদাবাদ, ৭ মে (হি.স.): আহমেদাবাদের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দেওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘দেশবাসীকে আর্জি করব গণতন্ত্রে ভোটদান সামান্য বিষয় নয়। দানের একটা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি ভোট দিন। এই জায়গায় আমি প্রতি বার ভোট দিই। কাল রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছি।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকালেই ভোটদান কেন্দ্রে পৌঁছন। সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী মোদী। ওই কেন্দ্রেই ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। একই সঙ্গে দুই নেতা ভোট দিতে যাচ্ছেন, তাঁদের দেখতে রাস্তার দু’পাশে উৎসাহী জনতা ভিড় করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হচ্ছে। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বেশি সংখ্যায় ভোট দেন।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, ভারতের নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন পরিচালনা বিশ্বের গণতন্ত্রগুলির জন্য একটি উদাহরণ, যা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির একটি কেস স্টাডি করা উচিত। প্রায় ৬৪টি দেশে নির্বাচন রয়েছে এবং তাঁদের সবগুলির একটি তুলনা করা উচিত। এই বছরটি যেন গণতন্ত্রের উদযাপন... আমি আবারও দেশবাসীকে বলছি বিপুল সংখ্যক ভোট দিন এবং গণতন্ত্রের উৎসব উদযাপন করুন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande