এই নিয়ে পঞ্চমবার, ফের রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন
মস্কো, ৭ মে (হি.স.) : রেকর্ড ভোটে জয়লাভ করে ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভ্লাদিমির পুত
শপথ নিলেন ভ্লাদিমির পুতিন


মস্কো, ৭ মে (হি.স.) : রেকর্ড ভোটে জয়লাভ করে ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পঞ্চমবারের জন্য রুশ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তিনি। ফলে আগামী ৬ বছরের জন্য রাশিয়ার ক্ষমতার রাশ তাঁর হাতেই রইল। এই সাফল্যের জন্য দেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে চিরাচরিত রাজকীয় ভঙ্গিতে লাল কার্পেটে হেঁটে আসেন পুতিন।

তার পর তিনি প্রবেশ করেন সেন্ট অ্যান্ড্রু’স থ্রোন হলে। কক্ষটিতে উপস্থিত ছিলেন রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা এবং সাংবিধানিক আদালতের বিচারপতিরা। ছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরাও। তবে অনুষ্ঠানটি বয়কট করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande