পাণ্ডুয়ায় খেতের পাশে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারে আলোড়ন, অকুস্থলে লকেট
হুগলি, ৭ মে (হি.স.): মাঠ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ফের খবরের শিরোনামে পাণ্ডুয়া। মঙ্গলবার সকালে
পাণ্ডুয়ায় খেতের পাশে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারে আলোড়ন, অকুস্থলে লকেট


হুগলি, ৭ মে (হি.স.): মাঠ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ফের খবরের শিরোনামে পাণ্ডুয়া। মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের আলের কাছে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সালোয়ার-কামিজ পরা মহিলার দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগও।

খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বজ্রপাতের ফলে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। সঠিক কারণ জানতে দেহটি চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার মহিলার দেহ উদ্ধারের খবর পেয়ে পাণ্ডুয়া থানায় যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। লকেটের অভিযোগ, ''পুলিশ বলছে, বজ্রপাতে ওই মহিলার মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনা তা নয়। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ কী করে আগে সরিয়ে দেবে, সেই কাজ করেছে পুলিশ।''

এটা নিছক দুর্ঘটনা নয়, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। তাঁর দেহের পাশে রক্ত ছিল এবং ব্যাগও পাওয়া গিয়েছে। বজ্রপাতে মৃত্যু হলে রক্ত কেন? এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। এই ঘটনার সঠিক তদন্ত না হলে বিজেপি আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন লকেট।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande