গ্রীষ্মকালে যাত্রী ভিড় হ্রাস করতে হুব্বল্লি জংশন ও নাহরলগুনের মধ্যে এসি স্পেশাল ট্রেন
গুয়াহাটি, ৮ মে (হি.স.) : গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার্থে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক
AC special_Represantational image


গুয়াহাটি, ৮ মে (হি.স.) : গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার্থে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এসএসএস হুব্বল্লি জংশন এবং নাহরলগুনের মধ্যে এসি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সামার স্পেশাল ট্রেন নম্বর ০৭৩৮৭/০৭৩৮৮ এসএসএস হুব্বল্লি জংশন-নাহরলগুন-এসএসএস হুব্বল্লি জংশন প্রত্যেক দিক থেকে পাঁচটি করে ট্রিপের জন্য চালানো হবে। ওই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গ্রীষ্মের সময় আরামদায়ক যাত্রার জন্য এই এসি স্পেশাল ট্রেনের সুযোগ গ্রহণ করতে পারবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, স্পেশাল ট্রেন নম্বর ০৭৩৮৭ এসএসএস হুব্বল্লি জংশন- নাহরলগুন ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত প্রত্যেক বুধবার এসএসএস হুব্বল্লি জংশন থেকে ১২:০৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ২৩:০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৭৩৮৮ নাহরলগুন-এসএসএস হুব্বল্লি জংশন ১১ মে থেকে ৮ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার নাহরলগুন থেকে২ ৩:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে মঙ্গলবার ০৯:০০ ঘণ্টায় এসএসএস হুব্বল্লি জংশন পৌঁছবে।

এই এসি স্পেশাল ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, এসি ৩-টিয়ার ইকনমি কোচ থাকবে। উভয়দিকের যাত্রাকালে ট্রেনটি গদগ, হোসপেট, গুন্তকাল, গুন্টুর, বিজয়নগরম, ভুবনেশ্বর, খুরদা রোড, খড়গপুর, নিউ জলপাইগুড়ি, নিউ বঙাইগাঁও এবং রাঙাপাড়া নর্থ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande