নবগঠিত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠনে অনিয়ম, পুনর্গঠনের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের
আগরতলা, ৮ মে (হি.স.) : সিডব্লুিউসি-র কমিটি গঠন করতে গিয়ে দপ্তরের অনিয়মের মুখোশ খুলে দিল হাইকোর্ট। ম
নবগঠিত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠনে অনিয়ম, পুনর্গঠনের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের


আগরতলা, ৮ মে (হি.স.) : সিডব্লুিউসি-র কমিটি গঠন করতে গিয়ে দপ্তরের অনিয়মের মুখোশ খুলে দিল হাইকোর্ট। মধুমিতা ভট্টাচার্য ভার্সাস স্টট অব ত্রিপুরা অ্যান্ড ফর আদার্স–এর এক মামলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সমাজ কল্যাণ দপ্তর, রাজ্যে নতুন ভাবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠনে যে দুর্নীতি হয়েছে তার মুখোশ খুলে দিযেছে হাইকোর্ট।

জানা গেছে, ৬ মে হাইকোর্ট রাজ্যের পশ্চিম, দক্ষিণ ও সিপাহিজলা জেলার নবগঠিত চাইল্ড ওয়েলফেয়ার কমিটিগুলি বাতিল করে পুনর্গঠন করার জন্য আদেশ দেয়। এর মধ্যে পশ্চিম, দক্ষিণ ও সিপাহিজলা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিগুলি পুনর্গঠন করার আদেশ দেয় হাইকোর্ট। এই সব জেলার নবগঠিত কমিটি গঠন নিয়ে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে মর্জিমাফিক নিয়োগের অভিযোগ ওঠে একটি জেলা থেকে অন্য জেলায় নিয়ে সদস্যদের নিয়োগ করা হয়েছে।

এছাড়াও শাসকদলীয়দের বিভিন্ন পদে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আগরতলায শাসক দলের মুখপাত্র, চেয়ারপার্সনের পদ, দক্ষিণ জেলায় চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছে রূপক মজুমদারকে। তিনি বিজেপির দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি। একইভাবে আইনজীবী হিসেবে দায়িত্বে আছেন অপরেশ বিশ্বাস। অন্যদিকে অপরেশ বিশ্বাসের ছেলেকে এক বছর আগে বিলোনিয়া পুরপরিষদের ইঞ্জিনিয়ার পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। একই পরিবারের বাবা-ছেলে দুজনকে চাকরি দেওয়ায় শাসক দলীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

আবার অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু বিশ্বাসকে সদস্য করা করা নিয়েও প্রশ্ন উঠেছে শাসকদলের মধ্যে। এত যোগ্য বেকারদের ব্রাত্য রেখে অবসরপ্রাপ্তকে পুনঃনিয়োগ দেওয়া হলো কোন স্বার্থে? অভিযোগ বড় মাপের আর্থিক লেনদেনের, একইভাবে কমিটির সদস্যদের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। অভিযোগের তির মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে।

অন্যদিকে জুভেইনাল জাস্টিস বোর্ডে যে আইনজীবীকে নিয়োগ করেছে তিনি কট্টর বামপন্থী। আলোক পাল, আশিস পালদের ঘরের ছেলে শুভ্র পালকে জুভেইনাল জাস্টিস বোর্ডের দায়িত্ব দিয়েছেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

শাসকদলের সমর্থিত আইনজীবীদের বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন দক্ষিণ জেলা আইনজীবী শাসক দলীয় প্যানেল। তা নিয়ে শাসকদলীয় আইনজীবীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে।

এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা হয়েছিল। ওই রায়ে একেবারে পরিষ্কারভাবে গৌতম কুমার শীলকে সিপাহিজলা জেলার সদস্য পদ থেকে খারিজ করে সিপাহিজলা, পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পুনর্গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande