বিলোনিয়ায় লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক নিগমকর্মী
বিলোনিয়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়ে
বিলোনিয়ায় লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক নিগমকর্মী


বিলোনিয়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়েছেন নিগমের জনৈক কর্মী৷ আহত কর্মীর নাম লিটন রুদ্রপাল৷ বয়স আনুমানিক ৩৮ বছর৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল চারটা নাগাদ৷

আজ বুধবার বিকাল পর্যন্ত বিদ্যুৎ নিগমের তরফ থেকে কোনও কর্মী বা আধিকারিক লিটন রুদ্রপালকে দেখতে হাসপাতালে যাননি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিবারের লোকজন৷

জানা গিয়েছে, গত কয়দিন ধরে বিভিন্ন জায়গায় ঝড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে৷ লাইন সংস্কারের কাজ করছেন নিগমের কর্মীরা৷ লিটন রুদ্রপালও অন্যান্য কর্মীদের সাথে বিদ্যুতের লাইন সংস্কারের কাজ করছিলেন বিলোনিয়ায়৷ লিটন যখন খুুঁটিতে উঠে কাজ করছিলেন তখন হঠাৎ তাঁর এক সহকর্মী পরিবাহী তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেন৷ তাতে খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যান৷ এতে তিনি গুরুতর আহত হন৷

সহকর্মীরা তাঁকে সাথে সাথে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ লিটনের অবস্থা সংকটজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷

মঙ্গলবার রাতে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে, বুধবার সকাল পর্যন্ত বিদ্যুৎ নিগমের কোনও কর্মী হাসপাতালে আসেননি৷

এদিকে, রোগীর নিকটাত্মীয়রা জানিয়েছেন, লিটনের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে৷ পরিবারের লোকজন দুঃশ্চিন্তায় রয়েছেন৷ কর্তব্যরত অবস্থায় একজন বিদ্যুৎ নিগমের কর্মী দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরও নিগমের কেউ কোনও খোঁজখবর নিচ্ছেন না, এটা অত্যন্ত বেদনাদায়ক বলে মনে করছেন লিটন রুদ্রপালের স্ত্রী সহ পরিবার পরিজনরা৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande