সভায় বিজেপি এবং সিপিএমকে তীব্র আক্রমণ মমতার
হুগলি, ৮ মে (হি.স.) : “আরামবাগ আমার কাছে নতুন কিছু নয়। নতুনরা হয়তো ভুলে গিয়েছেন আগের আরামবাগ আর নতু
সভায় বিজেপি এবং সিপিএমকে তীব্র আক্রমণ মমতার


হুগলি, ৮ মে (হি.স.) : “আরামবাগ আমার কাছে নতুন কিছু নয়। নতুনরা হয়তো ভুলে গিয়েছেন আগের আরামবাগ আর নতুন আরামবাগ কতটা আলাদা। রাস্তা, রেল সব আমার করে দেওয়া৷ কোনও কাজ বাকি নেই। এবার যেটা করণীয় বিজেপিকে ভোট যুদ্ধে হারানো৷”

বুধবার আরামবাগে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যথারীতি বিজেপি এবং সিপিএমকে তীব্র আক্রমণ শানিয়েছেন।

বাম আমলের কথা মনে করিয়ে তিনি বলেন, আজ সিপিআইএম সাধু সাজে। আর সিপিআইএমের হার্মাদগুলো বিজেপি হয়েছে।

এই এলাকা আমার থেকে বেশি কেউ চেনে না। গড়বেতা থেকে চমকাইতলা থেকে আরামবাগ পর্যন্ত মাটির নীচে সুড়ঙ্গ করা থাকত। মানুষের প্রতি অত্যাচার করে সেখানে ফেলে দিত।

তিনি বলেন, এই সিপিএম এখন বিজেপির সাথে হাত মিলিয়েছে। বিজেপির নেতা হল সিপিএমের হার্মাদ। এরা জিতলে ফের চমকাইতলা হবে। তখন আমাকে বলবেন না। আমি আপনাদের সতর্ক করলাম। আমাদের কেউ অন্যায় করলে আমি ডেকে তাকে দুটো চড় মারতে পারি। বিজেপি তা করবে না।

দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে বুধবার নির্বাচনী প্রচারে আসেন তৃণমূলনেত্রী৷ পঞ্চম দফায় ২০ মে নির্বাচন রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে৷ তার আগে কালীপুর মাঠে তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাঠের পাশে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নেমে মঞ্চে আসেন তিনি৷

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande