পাথারকান্দিতে শ্রদ্ধার সঙ্গে কবিগুরু স্মরণ
পাথারকান্দি (অসম), ৮ মে (হি.স.) : শ্রদ্ধার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করেছে পাথারকান্দি। দেশে
Socio-Cultural Org Chaturanga celebrating Rabi Pranam


পাথারকান্দি (অসম), ৮ মে (হি.স.) : শ্রদ্ধার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করেছে পাথারকান্দি। দেশের অন্যান্য স্থানের সঙ্গে সংগতি রেখে আজ পাথারকান্দিতে ও শ্রদ্ধার সঙ্গে কবিগুরুকে স্মরণ করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

আজ ২৫ শে বৈশাখ, সকালের স্নিগ্ধ সুন্দর প্রাকৃতিক পরিবেশে পাথারকান্দি রবীন্দ্রভবনের স্থায়ী পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ, কোরক বিকাশ বিদ্যালয় সহ অন্যান্য সংগঠন।

আজ রাজ্য সরকারের ছুটির দিন থাকায় সরকারি স্কুলে রবীন্দ্র চর্চা হয়নি। তবে স্থানীয় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের দিয়ে রবীন্দ্র সংগীত, কবিতার মধ্য দিয়ে গোটা দিন দিবসটি পালন করেছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানগুলোতে বিভিন্ন বক্তা মোবাইল ইন্টারনেটের যুগে বেশি করে রবীন্দ্র কবিতা, গান, গল্প, প্রবন্ধ অধ্যয়নের জন্য পড়ুয়াদের আহ্বান জানান।

একইভাবে সন্ধ্যায় চতুরঙ্গ সংস্থা তাদের নিজস্ব কার্যালয়ে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক রবীন্দ্র সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ / সমীপ




 

 rajesh pande